সড়ক পথে-
ঢাকা থেকে ঢাকা-ভালুকা জাতীয় মহাসড়ক পথে রাজেন্দ্রপুর সেনানিবাস (গাজীপুর) ও মাওনা শ্রীপুর হয়ে ময়মনসিংহ মহাসড়ক পথে (প্রায় ৮০কিঃমিঃ) ভালুকা উপজেলা।
ময়মনসিংহ থেকে ময়মনসিংহ-ঢাকা জাতীয় মহাসড়ক পথে ত্রিশাল হয়ে মহাসড়ক পথে (প্রায় ৪৪কিঃমিঃ) ভালুকা উপজেলা পরিষদ।
টাঙ্গাইলথেকে ঘাটাইল সেনানিবাস ও সাগরদীঘি হয়ে সড়ক পথে (প্রায় ৬০কিঃমিঃ) ভালুকা উপজেলা পরিষদ।
কিশোরগঞ্জ থেকে হোসেনপুর হয়ে হোসেনপুর- গফরগাঁও সড়কের উপর খুর্শিদ মহল ব্রীজ পাড় হয়ে ভালুকা-গফরগাঁও মহা সড়কপথে প্রায় ৬০ কিলোমিটার ভালুকা উপজেলা পরিষদ।
নদী পথে-
নারায়নগঞ্জ হতে বুড়িগঙ্গা ভায়া শীতলক্ষা নদী হয়ে ব্রহ্মপুত্র নদের সংযোগ স্থল হতে খিরু নদী পথে ভালুকা উপজেলায় মালামাল পরিবহন করা যায়।
বিঃদ্রঃ- রেল পথে কাওরাইদ রেলষ্টেশন হতে উরাহাটি রাবার-ডেম হয়ে ভালুকা টু উরাহাটি রাস্তা দিয়ে ১৫ কিলোমিটার সড়ক পথে ভালুকা উপজেলা পরিষদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস